হায়দরাবাদ ধর্ষণ-খুন ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে দেশজুড়ে। ধর্ষকদের চরম শাস্তির দাবিতে সরব হয়েছে দেশ থেকে রাজ্যের সকলেই। আর এরই মধ্যে চার অভিযুক্তের মধ্যে একজনের মা নিজের ছেলেকেই পুড়িযে মারার আর্জি জানিয়েছেন।
তবে প্রকাশ্যে নয়, একটি ভিডিওতে। যেখানে ওই অভিযুক্তের মাকে বলতে শোনা গিয়েছে, মেয়েটিকে যেভাবে পুড়িয়ে মেরেছে ঠিক সেভাবেই আমার ছেলেকেও পুড়িয়ে মারা হোক। একইসঙ্গে তিনি নিহত পশু চিকিৎসকের মায়ের প্রতি সমবেদনা জানিয়েছে।































































































































