NRC নিয়ে ফের কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী৷ এবার তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘উদ্বাস্তু’ বলে আক্রমণ করলেন।
সংসদে প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে অধীর জোর গলায় বলেন, “অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনারা তো অনুপ্রবেশকারী। আপনাদের বাড়ি গুজরাতে, কিন্তু দিল্লি চলে এসেছেন। আপ খুদ মাইগ্র্যান্ট হ্যায়’! যা নিয়ে গোটা দেশে শোরগোল পরে গিয়েছে।
NRC বা জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া প্রকাশিত হওয়ার পর অসমের মতো গোটা দেশ জুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। যুগ যুগ ধরে ভারতে বসবাস করলেও তালিকায় ঠাঁই হয়নি প্রায় ১৯ লক্ষ মানুষের। যার মধ্যে প্রায় ১৩ লক্ষ হিন্দু।এই নিয়ে লাগাতার নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।
অধীরের কথায়, ‘‘ভারতবর্ষ তো এখন ওদের দখলে। যেখানে মন চাইছে সেখানেই এনআরসি হুমকি দিচ্ছে। অসমের এনআরসি সামাল দিতে পারেনি। অন্য রাজ্যগুলিতেও গিয়ে দেখুক।’’
এখানেই থেমে থাকেনি বহরমপুরের সাংসদ। তিনি আরও বলেন, ‘‘পারলে সংসদেও এনআরসি করুক কেন্দ্রীয় সরকার। আমার বাবা বাংলাদেশে ছিলেন। সে ক্ষেত্রে আমিও বহিরাগত। আমাকেও তাহলে কোনদিন সংসদ কিংবা দেশ ছেড়ে চলে যেতে বলবে।”





























































































































