চোখ থেকে বেরোল পেরেক কিন্তু দৃষ্টি ফিরল কি?

0
2

চিকিৎসার গাফিলতিতে যুবকের দৃষ্টি হারানোর অভিযোগ। ঘটনা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের। সোমবার বিকেলে বারুইপুরের বাসিন্দা বছর তেইশের রাজা নস্করের শিয়ালদহে ছাপাখানায় কাজ করতে গিয়ে চোখে পেরেক ঢুকে যায়। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। তার চোখে পেরেকের অবস্থান জানার জন্য ইউএসজি করা যায়নি। কারণ সেই সময় আলট্রাসোনোগ্রাফি বিভাগটি বন্ধ হয়ে গিয়েছিল। পরের দিন ও তার ইউএসজি হয়নি। বুধবার ইউএসজি করে শুক্রবার সকালে অপারেশন করে চোখ থেকে পেরেক বের করেন চিকিৎসকরা। কিন্তু হাসপাতাল থেকে জানানো হয়, সংক্রমণের কারণে দৃষ্টি হারিয়েছেন রাজা। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন রাজার পরিবারের লোকজন। তাঁদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই দৃষ্টি হারাল এই তরতাজা যুবক। বেশ কিছুদিন চোখের মধ্যে পেরেক থেকে যাওয়ায় সেটা থেকেই সংক্রমণ ছড়িয়ে চোখ নষ্ট হয়ে গিয়েছে। যদিও এই যুক্তি মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা মেডিক্যাল কলেজের ডিরেক্টর অসীমকুমার ঘোষ বলেন, এই বিষয় নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাই বিষয়টি খতিয়ে দেখবে।