মহারাষ্ট্রে আস্থা ভোটে জিতল উদ্ধব সরকার

0
3

শনিবার মহারাষ্ট্রে আস্থা ভোটে জিতল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকার। ২৮৮ আসনের বিধানসভায় ১৬৯ ভোটে জেতে মহারাষ্ট্র বিকাশ জোট। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল ১৪৫ ভোট। পদ্ধতিগত ত্রুটির প্রশ্ন তুলে বিধানসভা বয়কট করেন ১০৫ জন বিজেপি বিধায়ক। ফলে সরকারের বিপক্ষে কোনও ভোট পড়েনি। ভোটদান থেকে বিরত থাকেন ৪ বিধায়ক। এর মধ্যে আছেন সিপিএমের একজন, মহারাষ্ট্র নির্মাণ সেনার একজন ও এআইএমএম-এর দুই বিধায়ক।

আরও পড়ুন-হনুমানের থেকে শিক্ষা নিতে পারে যুব সম্প্রদায়: বিজয়বর্গীয়