আই লিগের শুরুতেই পাহাড়ে ধাক্কা খেল বাগান শিবির

0
10

মোহনবাগান – ০
আইজল এফসি – ০

আই লিগের শুরুতেই হোঁচট খেল মোহনবাগান। আজ, শুক্রবার অ্যাওয়ে ম্যাচ দিয়ে এ বছরের আই লিগ যাত্রা শুরু করেছে কিবু ভিকুনার ছেলেরা। কিন্তু আইজল এফসির বিরুদ্ধে শুরুর ম্যাচেই ধাক্কা খেল মেরিনার্সরা। ৯০ মিনিটের খেলা গোলশূন্য হয়েই থেকে গেল। ফলে ড্র করে মাঠ ছাড়েন দুই দলের ফুটবলাররা।

বছর চারেক আগে আই লিগ চ্যাম্পিয়ন আইজল এখন ভাঙাচোরা একটা দল। বিদেশির সংখ্যা মাত্র দুই। দেশি ফুটবলারদের বেশির ভাগ জনই অ্যাকাডেমি থেকে উঠে আসা। অন্যদিকে ভিকুনার দল অনেক শক্তিশালী। পাঁচ বিদেশি রয়েছে স্প্যানিশ কোচের সংসারে। কিন্তু তাও শুরুটা মধুর হল না। এই দূর্বল দলের বিরুদ্ধেও জয় পেল না সবুজ-মেরুন শিবির।

আই লিগে যাত্রা শুরু করার আগে বেশ আত্মবিশ্বাসের সুর পাওয়া গিয়েছিল বাগান কোচের গলায়। কিন্তু প্রথম ম্যাচেই যেভাবে ছন্নছারাভাবে খেললেন বাগান ফুটবলাররা, তাতে পরবর্তী ম্যাচে এতটা আত্মবিশ্বাস ভিকুনার গলায় থাকবে না বলেই মনে করছে ফুটবল মহল।