প্রয়াত তৃণমূলের বর্ষীয়ান নেতা মানিকলাল চট্টোপাধ্যায়

0
3

প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা মানিকলাল চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আজ, শনিবার বেলা ২টো নাগাদ নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মানিকলাল চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার ১৪ নম্বর বোরোর চেয়ারম্যান ছিলেন। সম্প্রতি, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে।

শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা বেহালা পশ্চিম-এর বিধায়ক ও শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী-সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী ও স্থানীয় মানুষজন। আগামীকাল, রবিবার সকাল দশটায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ শায়িত থাকবে বেহালার পুরভবনে।

আরও পড়ুন-রাজ্য জুড়ে শুরু বামেদের লংমার্চ