পশু চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে উত্তপ্ত হায়দরাবাদ

0
3

তরুণী পশু চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হায়দরাবাদ। শনিবার সকাল থেকে হায়দরাবাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে রাজ্যে নারী সুরক্ষা নিয়ে। কারণ, শামসাবাদের যে অঞ্চল থেকে ওই পশুচিকিৎসকের দেহ পাওয়া গিয়েছিল, তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এদিন আরেক মহিলার পোড়া দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় রাজ্যে মহিলাদের নিরাপত্তা তলানিতে এসে থেকেছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই ঘটনাগুলির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি হায়দরাবাদের ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সংসদের সামনে প্যাকার্ড হাতে এক তরুণী বিক্ষোভ দেখান। সেখান থেকে পুলিশ তাঁকে সরে যন্তর-মন্তর সামনে যেতে বলে। কিন্তু উনি পরে তাঁকে গ্রেফতার করা হয়। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সকলে।

আরও পড়ুন-ধর্ষকদের বিরুদ্ধে মুখ খুলল মৃত তরুণীর পরিবার