বঙ্গ-বিজেপি থেকে সরছেন সাংসদ দিলীপ ঘোষ ? জল্পনা তুঙ্গে

0
4

বঙ্গ-বিজেপির সভাপতির পদ থেকে সম্ভবত সরছেন সাংসদ দিলীপ ঘোষ। দলের অভ্যন্তরে জল্পনা তুঙ্গে, দিল্লি আরও বড় দায়িত্ব দিতে চলেছে দিলীপবাবুকে। রাজ্য-বিজেপির একাংশের দাবি, দিলীপবাবুকে সরতেই হতো সাংগঠনিক বিধি অনুসারেই। তার মাঝে তিন উপনির্বাচনের ফলাফল, প্রক্রিয়াটি একটু ত্বরান্বিত করছে।এই অংশের দাবি, দিলীপ ঘোষের স্থলাভিষিক্ত হতে পারেন সঙ্ঘ-প্রধান মোহন ভাগবতের ঘনিষ্ঠ ড: আশিস সরকার। তবে বিজেপির অন্য অংশের বক্তব্য, মাঝে মধ্যেই এই নামটি ভাসিয়ে দেওয়া হয় দলের একটি মহল থেকে। আগেও এমন হয়েছিলো। তারপরেও যথারীতি দিলীপ ঘোষই সভাপতির পদেই আছেন।