ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত চিৎগ্রামে। সূত্রের খবর, গ্রামের দুই গোষ্ঠী সাব্বির খান ও ইসলাম খানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। ২জন গ্রামের পরিচিত তৃণমূল কর্মী। গ্রামের ১০০ দিনের কাজ, অন্যান্য উন্নয়ন মূলক কাজকে ঘিরে দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, যা মেটাতে শুক্রবার গ্রামের মোড়লের নেতৃত্বে বসে সালিশি সভা। সেই সময় দু-পক্ষের মধ্যে বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চলে গুলি। ঘটনায় আহত হয়েছে ৮জন। আহতরা মোড়ল, ২ জন মহিলা সহ ৮ জন।
ঘটনার খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে। পরে কয়েকজনকে স্থানান্তরিত করা হয় সিউড়ি সুপার স্পেশালিটিতে। এদের মধ্যে আবার আলি হোসেন খান ও মনির খানকে বর্ধমান স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে মজুত বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন-ধর্ষকদের বিরুদ্ধে মুখ খুলল মৃত তরুণীর পরিবার





























































































































