বিয়ে করার টার্গেট ছিল ৭০০। কিন্তু তা হল না। ২৮৬ তে এসেই থেমে যেতে হল বছর ৩৫ যুবককে। একেক যায়গায় একেক রকম পরিচয় দিয়ে বিয়ে করছিল সে। অবশেষে পুলিশের জালে আটক হলেন ৩৫ বছর বয়সী জাকির। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এরপর তেজগাঁও থানার পুলিশকে জাকির জানিয়েছেন, ৭০০ বিয়ে করার টার্গেট করেছিলেন তিনি।
জাকির প্রথম বিয়ে করেছিলেন ২১ বছর বয়সে ২০০৫ সালে। ১৪ বছরের মধ্যে তিনি ২৮৬ বার বিয়ের পিড়িতে বসেছেন। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র টাকার লোভ আর নারী শরীরের প্রতি আসক্তি থেকেই এমন করেছেন জাকির। শুধুমাত্র বিয়ে নয়, বিয়ে করে যে টাকা পেতেন সেই টাকা দিয়ে গাড়ি, বাড়ি, খাওয়া, ঘোরা সবই সারতেন তিনি। প্রথমে সামাজিক যোগাযোগের মাধ্যমে যুবতীদের সঙ্গে আলাপ জমাতেন জাকির। তারপর ‘মন ভোলানো’ কথা বলে তাঁদের নিজের জালে জড়াতেন। এরপর সম্পর্ক গড়াত বিয়ের পিঁড়িতে। বিয়ের পর পাত্রীদের বাড়িতে থেকেই সেখান থেকে টাকা-পয়সা হাতিয়ে সরে পড়তেন। বিয়ের পর পাত্রীর সঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও করে রাখাতে নিজের মোবাইলে। এরপর পাত্রী তাঁর নামে থানায় অভিযোগ জানানোর কথা বললে সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন জাকির। নকল কাজি ও মৌলবিও এই চক্রে জড়িত থাকত। এছাড়া তাঁর পরিচিত কিছু মানুষকে মা, বাবা, মামা, কাকা সাজিয়ে রাখতেন। কিছুদিন আগে জাকিরের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন এক মহিলা। তারপরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জাকিরের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য জানতে পারে। সেই মহিলাকে জাকির একটি মেসেজ পাঠান। মেসেজে লেখা ছিল, ‘তোমার মতো ২৮৬ জনকে আমি পার করেছি। আর শেষে তুমি মামলা করলে!’ এরপরই এই মেসেজ দেখে পুলিশ তদন্ত শুরু করে। এখন পুলিশের জালে জাকির। জাকিরের এমন কাণ্ডের কথা জানতে পেরে হতবাক পুলিশ।
আরও পড়ুন-দিল্লিতে প্রৌঢ়ার রহস্যমৃত্যু, খুনের আগে যৌন নির্যাতন!




























































































































