রাজনৈতিক দড়ি টানাটানি ও অচলাবস্থা শেষে সরকার গড়ার পর এবার আমজনতার আস্থা অর্জনে তৎপর হল মহারাষ্ট্রের উদ্ধব সরকার। শপথ নেওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে অভিন্ন ন্যূনতম কর্মসূচির অঙ্গ হিসাবে বেশ কয়েকটি জনমোহিনী প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ১ টাকায় চিকিৎসা, ১০ টাকায় ভরপেট খাবার, গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, বেসরকারি চাকরিতে স্থানীয়দের জন্য আশি শতাংশ সংরক্ষণ, বস্তি উন্নয়ন, কৃষিঋণ মকুবের ঘোষণা। মহারাষ্ট্র বিকাশ আগাড়ির অভিন্ন কর্মসূচিতে বেশি জোর দেওয়া হয়েছে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও কৃষিক্ষেত্রে। আপাতত ঢালাও জনপ্রিয় ও জনকল্যাণকর কর্মসূচি নিয়ে পাঁচ বছরের যাত্রাপথ মসৃণ করতে চাইছে শিবসেনা জোট সরকার।
এদিকে ৩ ডিসেম্বরের মধ্যে উদ্ধব সরকারকে আস্থা ভোট করানোর নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল। সূত্রের খবর, শনিবারই হয়ে যেতে পারে আস্থা ভোট। তারপরই মন্ত্রিসভা সম্প্রসারণ।































































































































