ঝাড়ুদারের চাকরি পেতে আবেদন ৭হাজার ইঞ্জিনিয়ারের

0
2

নরেন্দ্র মোদির আচ্ছে দিনের নমুনা। সুইপারের পোস্ট ৫৪৯টি আর সেই চাকরি পেতে আবেদন করলেন সাত হাজার ইঞ্জিনিয়ার। ঘটনাস্থল তামিলনাড়ু। অনেকে আবার বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন। আবেদনের কারণ একটাই, তাঁরা সরকারি চাকরির নিশ্চয়তা চান। স্যানিটারি ওয়ার্কারের বেতন ১৫৭০০টাকা থেকে শুরু।

আবেদনপত্র মেলাতে গিয়ে সরকারি কর্মীদের চক্ষুচড়কগাছ। তাঁরা দেখেছেন স্নাতক ও ডিপ্লোমা হোল্ডার মিলিয়ে সাত হাজার ইঞ্জিনিয়ার আবেদনপত্র জমা দিয়েছেন। বুধবার থেকে শুরু হয়েছে ওই পদের জন্য ইন্টারভিউ। এছাড়াও এদের সঙ্গেই রয়েছেন গত ১০বছর ধরে যারা চুক্তিতে কাজ করছেন তাদের আবেদনও। বিজ্ঞাপন থেকে জানা গিয়েছে এই স্যানিটারি ওয়ার্কারের বেতন সব মিলিয়ে প্রায় কুড়ি হাজার টাকা। সকালে তিন ঘন্টা আর বিকেলে তিন ঘন্টা করে কাজ। বর্তমানে পুরসভায় ২০০০ স্থায়ী আর ৫০০ অস্থায়ী স্যানিটারি ওয়ার্কার রয়েছেন। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দেশের চাকরির হাল কোন জায়গায় এসে পৌঁছেছে!