মুখ্যমন্ত্রীর জয়, জয়েন্ট পরীক্ষা হচ্ছে বাংলাতেই

0
4

তিন কেন্দ্রে উপনির্বাচনের জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক জয়। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবার বাংলাতে হবে। জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এমনই নির্দেশ দিয়েছে। তবে এই পরীক্ষা আগামী বছর নয়, হবে ২০২১ সাল থেকে। কারণ আগামী বছরের পরীক্ষা একেবারে সামনে। এর মধ্যে নতুন ভাষার সংযোজন সম্ভব নয়। তাই এনটিএ জানিয়েছে ২০২১ সাল থেকে ১১টি ভাষায় জয়েন্ট পরীক্ষা হবে। এতদিন জয়েন্ট পরীক্ষা হিন্দি এবং ইংরেজিতেই হতো। কিন্তু এনটিএ আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। প্রথম স্থান পায় গুজরাটি ভাষা। এ নিয়ে পশ্চিমবঙ্গে ব্যাপক শোরগোল হয়। কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে শাসক ও প্রায় সব বিরোধী দল। চলে একে অপরের বিরুদ্ধে তীর। আর তারপরই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী নড়েচড়ে বসে এবং রাজ্যের দাবিকে স্বীকৃতি দেয়।