ফের দল বদলাচ্ছেন তিনি, এই নিয়ে কতবার?

0
3

ফের দল বদলাচ্ছেন তিনি। এই নিয়ে কতবার, সম্ভবত তা নিজেও বলতে পারবেন না তিনি।

এবার বিজেপি ছেড়ে ফের এক সময়ের প্রাক্তন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন মুর্শিদাবাদের হুমায়ুন কবীর। হুমায়ুন কবীরের রাজনৈতিক জীবনে দলবদল করা নেহাতই স্বাভাবিক ঘটনা। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই তিনি কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখান। পরে তৃণমূলের ওপর ক্ষুব্ধ হয়ে তিনি গেরুয়া পতাকা তুলে নেন। এবার তিন উপনির্বাচনে বিজেপি জোর ধাক্কা খাওয়ায় হুমায়ুন তৃণমূলে ফিরতে চলেছেন।
তিনি বলেছেন, “ধর্ম, NRC নিয়ে রাজনীতি করলে তার কি পরিণাম হয়, তিন উপনির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে। বিজেপির রাজ্য ও জেলা নেতাদের ঔদ্ধত্য অসহ্য। যাদের এক আনাও যোগ্যতা নেই, তাদের আমার মাথার উপর বসানোর চেষ্টা করা হচ্ছে। এসব মেনে নেওয়া সম্ভব নয়। কোনও কিছুর বিনিময়ে নয়, সংখ্যালঘু হয়েও
স্বেচ্ছায় বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু দলে গুরুত্ব দেওয়া হয়নি। শুধু ধর্ম নিয়ে কথা বললেই চলে না। রাজনীতি করতে হলে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হয়।”