অসমের এনআরসি কোঅর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর

0
7

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ উঠে যেতেই অসমের এনআরসি কোঅর্ডিনেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের। ১৬০০ কোটি টাকা তছরূপের অভিযোগে প্রতীক হাজেলার বিরুদ্ধে বৃহস্পতিবার সিবিআইয়ের দুর্নীতিদমন শাখায় এফআইআর দায়ের হয়েছে। অসম পাবলিক ওয়ার্কসের তরফে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, হাজেলা ল্যাপটপ ও জেনারেটর কেনায় চরম দুর্নীতি করেছেন। এনআরসির লেনদেনের বিষয়ে তৃতীয় পক্ষকে দিয়ে অডিট করানোর দাবি জানানো হয়েছে। সফ্টওয়্যারের অডিটও প্রয়োজন বলে দাবি তাদের। মাস কয়েক আগেই প্রতীক হাজেলাকে বদলির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু কারণ নির্দিষ্ট করে জানা যায়নি।

প্রতীক হাজেলার তত্ত্বাবধানে গত ৩১ অগাস্ট অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল। এই তালিকা ত্রুটিপূর্ণ বলে অভিযোগ তোলে গেরুয়া শিবিরই। এর প্রেক্ষিতে হাজেলার বিরুদ্ধে গত মাসে দু’টি মামলা দায়ের করে অসম পুলিশ।

তবে, শুধু প্রতীক হাজেলার বিরুদ্ধে এফআইআর দায়ের হলেও, আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে এনআরসি দফতরের বিরুদ্ধেই। বিধানসভার চলতি অধিবেশনেই এই সংক্রান্ত সমস্ত তথ্য জানাবেন বলে জানিয়েছেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, এনআরসি দফতরের কাজে অনেক ত্রুটি রয়েছে। ১৬ দফা আপত্তি জানিয়ে আগেই রিপোর্ট দিয়েছে ক্যাগ।