মহারাষ্ট্রে শিবাজি পার্ক। বহু ইতিহাসের সাক্ষী। সেখানে তিল ধারণের জায়গা ছিল না। সন্ধ্যা তখনও নামেনি। কিন্তু মানুষের উচ্ছ্বাস, অভিনন্দন, হাততালি আর উচ্ছ্বাসে ঢাকা পড়ে গেল ঠাকরে পরিবারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান।
মহারাষ্ট্রের অষ্টাদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন উদ্ধব ঠাকরে। শপথ অনুষ্ঠান মঞ্চে ছিলেন দেবেন্দ্র ফড়নবিশ, শিল্পপতি মুকেশ ও নীতা আম্বানি, খুড়তুতো ভাই মহারাষ্ট্র নবনির্মাণের নেতা রাজ ঠাকরে, কংগ্রেস নেতা কপিল সিব্বাল, আহমেদ প্যাটেল।