মহা-নাটকের দীর্ঘ এপিসোড শেষ হয়ে এক মাসেরও বেশি সময় পর নতুন সরকার গঠিত হতে চলেছে মহারাষ্ট্রে। তিন দলের জোট মহারাষ্ট্র বিকাশ আঘারির হয়ে আজ মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের শিবাজি পার্কে সন্ধে 6টা 40 মিনিটে শপথগ্রহণ অনুষ্ঠান। উদ্ধবের সঙ্গে মন্ত্রীপদে শপথ নেওয়ার কথা তিন দলের ছ’জন বিধায়কের। শিবসেনার একনাথ শিন্ডে ও সুভাষ দেশাই, এনসিপির জয়ন্ত পাতিল ও ছগন ভুজবল এবং কংগ্রেসের অশোক চৌহান ও বালাসাহেব থোরাট শপথ নিতে পারেন। উপমুখ্যমন্ত্রী পদটি যাচ্ছে এনসিপির হাতে। অন্যদিকে স্পিকার পদ পাবে কংগ্রেস। স্পিকার হিসাবে কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহানের নাম আলোচনায় আছে। মন্ত্রিত্ব পেতে পারেন অজিত পাওয়ারও। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি শিবসেনার প্রধান হিসাবেও থেকে যাবেন উদ্ধব।
আরও পড়ুন-গডসে নিয়ে মন্তব্যের জের, সংসদীয় কমিটি থেকে সাধ্বী প্রজ্ঞাকে সরাল বিজেপি































































































































