কৈলাস-মুকুল জুটির জন্যেই হার, ক্ষোভে ফুটছে বিজেপি

0
3

বিজেপির অন্দরমহলে প্রবল ক্ষোভ, কৈলাস-মুকুল জুটির জন্যেই দলের এই হাল। ক্রমাগত দলে বেনোজল ঢোকানো, চামচাশ্রেণির কৃমীদের দলের কর্মীদের মাথায় বসতে দেওয়া, নিজেদের গুরুত্ব রাখতে দিল্লিকে ক্রমাগত ভুল বোঝানো, চার আনার নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা; এইসব কীর্তিকলাপই সংগঠনে নেতিবাচক প্রভাব ফেলেছে। সঠিক অভিমুখে প্রচারই করতে পারে নি দল। মুকুলের বুথভিত্তিক সংগঠনও আসলে অশ্বডিম্ব। প্রতিটি কেন্দ্রে কৈলাস আর মুকুল ঘুরেছেন। এখানে দিলীপ, লকেটদের সেভাবে ব্যবহার করাই হয় নি। কৈলাসের কাজে বিরক্ত দিলীপগোষ্ঠীও সেভাবে নামেন নি। এমনিতেই বিজেপিতে অযোগ্য নেতা বেশি। মোদির মুখ দেখিয়ে সাফল্য এনে কলার তুলে ঘোরার তাল! এবার গ্যাসবেলুন ফেটে যাওয়ায় দলেই কাঠগড়ায় কৈলাস-মুকুল। ভোটের পরেও মুকুল বলেছিলেন,” আমি দায়িত্ব নিয়ে বলছি তিনটেতেই বিজেপি জিতবে।” অন্য দল থেকে আসা কিছু চামচাপ্রকৃতির বাচাল এমন ভাব করছিল যেন তারাই জয় এনে দিল। এখন দলে চলছে ‘ভুঁইফোড় তাড়াও’ শ্লোগান।

আরও পড়ুন-ভুঁইফোড়দের বাড়বাড়ন্তে বিরক্ত বিজেপি ভোটাররাই এবার উল্টোভোটে