তিন কেন্দ্রের উপনির্বাচনে জয়ের পর তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, এটা মানুষের জয়। এনআরসির জন্য শুধু হয়েছে তা নয়। এনআরসি অবশ্যই একটা ফ্যাক্টর ছিল, কিন্তু তার সঙ্গে বিজেপির মিথ্যাচার, ধর্মের নামে মানুষকে ভাগ করা সব কিছুর প্রতিবাদ দেখা গিয়েছে ব্যালটে। এবং দিনের শেষে অবশ্যই ফ্যাক্টর মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই যে বাংলার মানুষের নয়নের মণি, আর একবার প্রমাণিত করল এই উপ-নির্বাচন।





























































































































