জানুয়ারির আগে ধোনিকে প্রশ্ন নয়

0
4

কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সে নিয়ে মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি বুধবার তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপাতত জানুয়ারি মাস পর্যন্ত আমাকে কোনও” প্রশ্ন করবেন না অর্থাৎ পরিষ্কার করে দেন জানুয়ারি পর্যন্ত তিনি মাঠে নামছেন না। তারপরে কি নামছেন? ইতিমধ্যে জামশেদপুরের প্র্যাকটিসের খবর দিয়েছেন কোচ চঞ্চল ভট্টাচার্য। ধোনির বক্তব্য থেকে পরিষ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি থাকছেন না। দেশের মাটিতে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড সফরে তাঁকে পাওয়া যেতে পারে। অর্থাৎ পরের বছর শুরু হওয়ার আগেই হয়তো মাঠে নামবেন ধোনি।