এনআরসি আমাদের হারিয়ে দিল। কালিয়াগঞ্জ হারের পর পরিষ্কার ভাষায় বললেন বিজেপি প্রার্থী কমলচন্দ্র সরকার। তাঁর কথায় বিরোধীদলের নেতারা বারেবারে এনআরসির কথা তুলেছে। ভারতে থাকতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই। পাশাপাশি আমাদের দলীয় কর্মীরা বোঝাতে ব্যর্থ হয়েছে যে এনআরসি কেন্দ্রের বিষয় এবং এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। একই সঙ্গে আমি নিজে যেহেতু রাজবংশী তাই জানিনা রাজবংশী ভোট আমার দিকে কতখানি পড়েছে। আমরা সবাই বিচার বিশ্লেষণ করব।






























































































































