আশা ছাড়ছেন না কৈলাস

0
2

উপনির্বাচনে ৩ কেন্দ্রে ব্যাকফুটে বিজেপি। কিন্তু তারপরেও আশা ছাড়ছে না পদ্মশিবির। এই শোচনীয় পরাজয় নিয়ে নেতাজি সুভাষ বিমানবন্দরে কৈলাস বিজয়বর্গীয় জানান, নির্বাচন কমিশনকে সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আর্জি জানানো হয়েছিল। সেটা না হওয়ায় এই ফল। কৈলাসের অভিযোগ, শাসকদল বুথ দখল করে নির্বাচন করানোয় ওরা জিতেছে। বিরোধীরা প্রশ্ন তুলছে, ভোট গ্রহণের পরে কোনও অভিযোগ না জানিয়ে, হারের পরে রিগিং-এর অভিযোগ কেন? তবে বিজয়বর্গীয়র আশা, এই ফলের প্রভাব ২০২১-এর নির্বাচনে পড়বে না।