ব্যর্থতা ঢাকতে বাম-কংগ্রেস জোটকে দায়ী করলেন জয়প্রকাশ

0
6

যতটা গর্জায় ততটা বর্ষায় না। করিমপুর উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার এর জন্য এই বাংলা প্রবাদটি অক্ষরে অক্ষরে মিলে গেল। পরাজয়ের পর তাঁর প্রতিক্রিয়াতে বিজেপি প্রার্থী বলেন, ” তৃণমূলের এই জয়ের জন্য দায়ী বাম-কংগ্রেস জোট। উপরে উপরে তারা জোট করলেও, ভিতরে ভিতরে তারা তৃণমূলকেই ভোট দিয়েছে।”

বাম-কংগ্রেস জোটকে দায়ী করার পাশাপাশি, এদিন জয়প্রকাশ মজুমদার ঘুরিয়ে এনআরসি-কেও দায়ী করেছেন। তাঁর কথায়, “এনআরসি নিয়ে মানুষকে মিস গাইড করেছে তৃণমূল কংগ্রেস। ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখানো হয়েছে এখানে।”

তবে বিজেপির হারের পর জয়প্রকাশ মজুমদারকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের পক্ষ থেকে বলা হয়, যে নিজের পরিবারকে, নিজের দাদাকে অসম্মান করে, সে আবার মানুষের কাজ করবে কী করে? পাশাপাশি জয়প্রকাশ মজুমদার-এর বিরুদ্ধে “টেট কেলেঙ্কারি” ইস্যুও তুলে ধরে শাসক দল। বছর কয়েক আগে টেট পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগে বেশ কয়েক মাস জেলে থাকতে হয়েছিল বিজেপি প্রার্থীকে।

আরও পড়ুন-ঠাকরে জমানা শুরু মহারাষ্ট্রে