ঝাড়খন্ডও কি ফসকে যাবে বিজেপির হাত থেকে?

0
3

মহারাষ্ট্রের পর এবার কী ধাক্কা ঝাড়খন্ডেও? সর্বভারতীয় সমীক্ষা সি ভোটার সমীক্ষা জানাচ্ছে ৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ কিছুটা দূরে আটকে যেতে পারে বিজেপি। অন্যদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন বিরোধী জোট বিজেপিকে টক্কর দেবে সমানে সমানে।

তৈরি এই মুহূর্তে ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার ৪১। ৪৭ আসন নিয়ে ক্ষমতায় রয়েছে বিজেপি। কিন্তু কেন এই পরিস্থিতি? প্রথমত, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া। দ্বিতীয়ত, বিরোধীদের মহাজোট। মহাজোটে রয়েছে শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের আরজেডি। কংগ্রেস লড়ছে ৩১ আসনে, আরজেডি ৭ আসনে। বাকি আসনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। হেমন্ত সরেন কে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে লড়ছে বিরোধীরা। বিজেপি ধাক্কা খেয়েছে তাদের জোটসঙ্গী ঝাড়খন্ড স্টুডেন্ট ইউনিয়নের কাছে। আসন রফা না হওয়ায় এবার তারা আলাদা লড়ছে। আলাদা লড়ছে বাবু লাল মারান্ডির ঝাড়খন্ড বিকাশ মোর্চাও।

সমীক্ষা বলছে, ৩৩ আসন পেতে পারে বিজেপি। ৩০ আসন বিরোধী জোট। ঝাড়খন্ড স্টুডেন্স ইউনিয়ন ও এখন বিকাশ মোর্চা পেতে পারে ৬টি করে আসন। ভোটের শতাংশে ৩৪% পেতে পারে বিজেপি। ৩২% পেতে পারে জেএমএম। সবথেকে উল্লেখযোগ্য ঝাড়খণ্ডের ৬০% মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন না মুখ্যমন্ত্রী রঘুবর দাসকে। এই সমীক্ষা বাস্তব হলে বিজেপির দুঃখ যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।