আগে ওরা ঊনিশ সামলাক: মমতা

0
7

তিন উপনির্বাচনে জয়ের পর সরাসরি আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন ওরা ‘ঊনিশে হাফ, একুশে সাফ’ স্লোগান দিয়েছিল। আমি বলছি আগেও ঊনিশের ধাক্কা সামলাক, তারপর একুশের কথা ভাববে। লোকসভা ভোটের পর ওদের ঔদ্ধত্য আর অহংকার বেড়ে গিয়েছিল। শ্রমিকরা খুন হয়ে রাজ্যে ফিরছে। শুধু কাশ্মীর নয়, অন্য রাজ্য থেকেও এই ঘটনা ঘটেছে। দেশজুড়ে বেকারত্ব বাড়ছে, কৃষক হত্যা চলছে। সব মিলিয়ে একটা অনাচার। ফলে সংখ্যালঘু, রাজবংশী সকলের ভোট এবার আমরা পেয়েছি। মানুষ বিজেপির রূপ দেখেছে। বিজেপির মিথ্যাচার দেখেছে। ধর্মের নামে মানুষকে ভাগ করা করার চেষ্টা করেছে। তার জবাবে এটা সম্প্রীতি, সংহতি ঐক্যের জয়।