কী বললেন অমিতাভ! ‘অনেক হয়েছে এবার অবসরের সময়!’

0
2

সেই ব্যারিটোন ভয়েসের কি এবার সমাপ্তি? ইঙ্গিত দিলেন অমিতাভ বচ্চন। অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে ফিরেছেন। তারপর আসার কথা ছিল বাংলায় চলচ্চিত্র উৎসবে। অসুস্থতার কারণে সেখানেও আসতে পারেননি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং শুরু করেছেন। ছবির শুটিংয়ে মানালি যেতে গিয়ে ক্লান্ত ৭৭ বছরের অমিতাভ বচ্চন।

নিজের ব্লগে প্রথমে মানালির সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। লিখেছেন– চারিদিকে মনমাতানো বাতাস, ঠান্ডা ভাব, বিশুদ্ধ আবহাওয়া, ভোর ৫টায় আসার পথে আনন্দ পেলাম। আপ্যায়নে মুগ্ধ। তারপরে লিখেছেন — মানালি পর্যন্ত আসার পথে বুঝলাম শরীর সিগন্যাল দিচ্ছে আর বেশিদিন নয়। আমার এবার অবসর নেওয়ার সময় হয়েছে। মাথা অন্য কথা বলছে, শরীর অন্য কথা বলছে। এটা একটা বার্তা। ৭৭বছর বয়সে এই প্রথমবার অবসরের কথা বললেন বিগ বি। বারবার অসুস্থ হয়েছেন, ফিরে এসেছেন, ছবি হিট হয়েছে, কাজ নিয়ে তার যে একান্ত প্যাশন তা চলেছে ৫০ বছর ধরে। হিমাচলের অসাধারণ পরিবেশ অমিতাভকে সত্যিই কি শেষের শুরুর বার্তা দিয়ে গেল!