প্রজ্ঞার মন্তব্যের জন্য দল ওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে: অমিত শাহ

0
1

মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশতবর্ষে বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর লোকসভায় দাঁড়িয়ে গান্ধী-ঘাতক নাথুরাম গডসকে দেশভক্ত বলার পর নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিজেপি সভাপতি অমিত শাহ একটি চ্যানেলে এই সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, কোনও অবস্থাতেই সাংসদের এই মন্তব্য অনুমোদন করে না দল। এই মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অমিতের মন্তব্য, একটু অপেক্ষা করুন, ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে বৃহস্পতিবারই বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা জানান, প্রজ্ঞা সিং ঠাকুরের বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। তাঁকে সংসদীয় দলের বৈঠকে আসতে বারণ করা হয়েছে। সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক কমিটি থেকেও বাদ দেওয়া হয়েছে প্রজ্ঞার নাম।