দলকে অন্ধকারে রেখে এনসিপির সমর্থনের নাম করে গত শনিবার বিজেপি সরকারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন অজিত পাওয়ার। কিন্তু কাকা শারদ পাওয়ারের রাজনৈতিক কৌশলের কাছে হেরে মঙ্গলবারই রণে ভঙ্গ দেন তিনি। মাত্র তিনদিনের উপমুখ্যমন্ত্রিত্ব ত্যাগ করে ফিরে আসেন এনসিপির মূলস্রোতে। ইতিমধ্যেই শারদ পাওয়ারের সঙ্গে দেখা করে পারিবারিক বিরোধ মেটানোর চেষ্টা করেছেন। শারদ-কন্যা সুপ্রিয়াও প্রকাশ্যে অন্দরের সমস্যা মেটার বার্তা দেন। দলছুট হওয়ার আগে পর্যন্ত এনসিপি পরিষদীয় দলের নেতা ছিলেন অজিত। বিজেপির সঙ্গে হাত মেলানোর পর শারদ পাওয়ার তাঁকে সরিয়ে জয়ন্ত পাতিলকে ওই পদে বসান। এখন অজিতের ঘর ওয়াপসির পর প্রশ্ন, তিন দলের জোট সরকারে এবারও কি তিনিই এনসিপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী হবেন? বৃহস্পতিবার শারদ পাওয়ারের সঙ্গে অজিত পাওয়ারের বৈঠকের পর সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। দলীয় সূত্রে খবর, এদিন শপথ না নিলেও অজিত পাওয়ারকে পরে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে। তা না হলে তাঁকে বড় কোনও পদ দেওয়া হবে। মহারাষ্ট্র এনসিপিতে অজিতের অনুগামীর সংখ্যা কম নয়। তাই অজিতকে বাগে রাখতে তাঁকে ভাল পদ দেওয়া ছাড়া পথ নেই এনসিপির।































































































































