দৌড়ে সমসাময়িক এশিয়ান মডেল ও অভিনেতাদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন তিনি। তিনিই প্রথম এশিয়ান মডেল, যিনি লুইস ভিত্তনের মতো ব্র্যান্ডের মুখ হয়ে উঠেছিলেন। পরে হলিউডেও পা রাখেন তিনি। সেই কেরিয়ারের দৌড়ের মাঝপথে থেমে গেলেন অভিনেতা গডফ্রে গাও। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।
জীবনের দৌড়ে দ্রুত এগিয়ে গিয়েও থমকে গেলেন তিনি। চিনের একটি রিয়্যালিটি টিভি শো চেজ মি-সেখানে দলগত দৌড়ের একটা বড় ভূমিকা রয়েছে। দৌড়ে জেতাতে হবে দলকে। আর সেখানেই অংশগ্রহণ করছিলেন গডফ্রে গাও। মেদহীন শরীরে দৌড়তে দৌড়তে পড়ে যান তিনি। ক্যামেরা তখনও চলছে। সকলে ছুটলেন তাঁর কাছে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় গডফ্রে গাও। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা শোকস্তব্ধ। হৃদয় বিদারক মেসেজে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.




























































































































