রাত পোহালেই রাজ্যে ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের গণনা। সকাল আটটা থেকে গণনা শুরু হবে। ৩ কেন্দ্রের জন্য ৩টি গণনা কেন্দ্র তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রতিটি কেন্দ্রে থাকছে দুটি করে কাউন্টিং হল। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। থাকছে ৩টি নিরাপত্তা বেষ্টনী। মূল গণনা কেন্দ্রে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। সেখানে রাজ্য পুলিশ ঢুকতে করতে পারবে না। প্রতি বিধানসভা কেন্দ্রে পাঁচটি করে ভিভিপ্যাট গোনা হবে বলে কমিশন সূত্রে খবর।
প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশ। দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা। দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক, যিনি গণনাকর্মীদের সচিত্র পরিচয় পত্র পরীক্ষা করবেন। এই দ্বিতীয় স্তরের নীচেই থাকবে মিডিয়া সেন্টার। আর গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী।
রাজনৈতিক দলগুলি শিবির করলে তা করতে হবে ২০০ মিটারের বাইরে। গণনাকর্মী এবং এজেন্ট ছাড়া কোনও ব্যাক্তি গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না।
আরও পড়ুন-EXCLUSIVE: ছেলেবেলার কোচের মুখ থেকে শুনুন মাহির “ক্যাপ্টেন কুল” হয়ে ওঠার গল্প





























































































































