বকেয়া পেনশনের দাবিতে বিক্ষোভ ভাটপাড়া পুরসভায় বিক্ষোভ পেনশনার্স অ্যাসোসিয়েশনের। আগে মাসের প্রথমেই পেনশন দিত পুরসভা। পরে তা পিছিয়ে ২৭ তারিখ হয়ে যায়। কিন্তু অভিযোগ, গত ২ মাস সেটাও পাওয়া যায়নি। শেষ পেনশন সেপ্টেম্বর মাসের ২৭ তারিখ মিলেছে। চেয়ারম্যান ও এগজিকিউটিভ অফিসারের কাছে গেলে বলা হয়েছে টাকা নেই। বুধবার, চেয়ারম্যানের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসেন পেনশনভোগীরা। তবে, এবিষয়ে পুরসভার তরফে জানানো হয়েছে, টাকা পেলেই বকেয়া সহ পেনশন দেওয়া হবে।
আরও পড়ুন-গয়নার লোভে শিশু-খুন, ধৃত ২ প্রতিবেশী





























































































































