সংবিধান দিবসের শুরুতেই প্রতিবাদের মুখোমুখি বিজেপি। সেই অনুষ্ঠানকে বয়কট করে মঙ্গলবার সকালেই সংসদের আম্বেদকর মূর্তির তলায় বিক্ষোভ দেখায় কংগ্রেস, নেতৃত্বে সোনিয়া গান্ধি। কংগ্রেসের সঙ্গেই যোগ দেয় তৃণমূল কংগ্রেস, শিবসেনার সাংসদরা। মহারাষ্ট্রের উদাহরণ তুলে ধরে সকলে বলেন, কেন্দ্র সরকার গণতন্ত্রকে খুন করছে, দেশের সংবিধানকে রক্তাক্ত করছে। তার প্রতিবাদেই এই ধরণা।































































































































