অজিত পাওয়ারের বিরুদ্ধে সেচ দুর্নীতি মামলা বন্ধ কেন? সুপ্রিম কোর্টে গেল তিন দল

0
3

70 হাজার কোটি টাকার সেচ দুর্নীতির অভিযোগ। তাতে প্রধান অভিযুক্ত মহারাষ্ট্রের প্রাক্তন সেচমন্ত্রী ও এনসিপি নেতা অজিত পাওয়ার। 2014 সালে ক্ষমতায় আসার পর বিজেপির ফড়নবিশ সরকারই জোরদার তদন্ত শুরু করে। অথচ অবাক কান্ড হল, গত শনিবার বিজেপিকে সমর্থনের ঘোষণা করার পরেই তড়িঘড়ি সেই সেচ দুর্নীতি কাণ্ডের ন’টি মামলার ফাইল বন্ধ করল মহারাষ্ট্র দুর্নীতি দমন শাখা। ফড়নবিশ মুখ্যমন্ত্রী আর অজিত এখন তাঁরই সরকারের উপমুখ্যমন্ত্রী। বিরোধীরা বলছেন দুঃসময়ে বিজেপিকে সরকার গড়ার সমর্থন দেওয়ার পুরস্কার পেলেন অজিত পাওয়ার। সরকারকে সমর্থনের বিনিময়ে দুর্নীতির মামলা থেকে ছাড়। আর এর বিরুদ্ধেই শিবসেনা, এনসিপি ও কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। জমা পড়েছে পিটিশন। সর্বোচ্চ আদালতের কাছে তিন দলের আর্জি, সমর্থন ও মামলা ছাড়ের মধ্যে সম্পর্ক খুঁজে দেখুক আদালত। বন্ধ হওয়া দুর্নীতির তদন্ত ফের চালু করতে প্রয়োজনীয় নির্দেশ দিক।