ফের বাড়ছে শহরের তাপপাত্রা

0
2

বেশ কয়েকদিন হালকা শীতের আমেজ। মন ভালো ছিল মহানগরের। কিন্তু তখনই সতর্ক করেছিল আলিপুর আবহাওয়া দফতর, এই শীত দেখে ভোলার কারণ নেই, কারণ আবার বাড়বে তাপমাত্রা। সেই পূর্বাভাস মেনেই ফের উর্ধ্বগামী পারদ। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা কমার কোনও লক্ষণ নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি। কারণ, কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত বন্ধ হয়েছ। উত্তর-পশ্চিম ভারত থেকে রাজ্যে ঢুকছে না ঠান্ডা হাওয়া। ফলে বেড়েছে তাপমাত্রা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত আসর সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-সন্ধে হালকা শীতের আমেজ। সামান্য কুয়াশাও দেখা দিচ্ছে। তবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-আজ রাতেই বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বিজেপি