দেশে ৯৫% শৌচালয়! কেন্দ্রের দাবি নস্যাৎ ইয়েচুরির

0
4

এবার কেন্দ্রীয় সরকারের শৌচালয়ের দাবিকে কটাক্ষ করলেন পলিট ব্যুরোর সদস্য এবং সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি। জাতীয় পরিসংখ্যান দফতরের তথ্য প্রকাশের পরই গ্রামীণ ভারতে ৯৫ শতাংশ বাড়িতে কেন্দ্র সরকারের শৌচালয়ের দাবিকে কটাক্ষ করলেন সীতারাম। জাতীয় পরিসংখ্যান দফতরের সর্বশেষ জরিপে দেখানো হয়েছে যে গ্রামীণ পরিবারগুলির মধ্যে কেবল মাত্র ৭১ শতাংশ বাড়িতেই শৌচালয় ব্যবহারের সুযোগ রয়েছে। এদিন এই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি একটি টুইট করে লেখেন, “মোদি সরকারের অপ্রচারের বিরুদ্ধে হাতেনাতে আরও প্রমাণ পাওয়া গেল। গ্রামাঞ্চলে ৯৫ শতাংশ পরিবারে শৌচাগার নিয়ে কেন্দ্রের দাবির পাল্টা তথ্য এখন আমাদের সামানে। সর্বশেষ এনএসও জরিপে দেখা গ্রামীণ ভারতে মাত্র ৭১ শতাংশ বাড়িতেই শৌচালয় ব্যবহারের সুবিধা রয়েছে। বিজেপি শাসিত রাজ্য গুলিতে এই ক্ষেত্রে বিশাল পার্থক্য নজরে পড়েছে।”

আরও পড়ুন-মহারাষ্ট্রের মহাননাটকের অন্তিম পর্ব, পদত্যাগ করলেন ফড়নবিশও