রাতের অন্ধকারে সদ্যোজাত পুত্রসন্তানকে কন্যা ভেবে রাস্তার পাশের ঝোপে ফেললেন মা। পৃথিবীর আলো দেখার রাতেই ঠান্ডায় মৃত্যু হল সদ্যোজাতর। আর এই ঘটনা আরও একবার প্রমাণ করল এখনও কন্যাসন্তান অনেকের কাছেই অবাঞ্ছিত।
পান্ডুয়ার চাপাহাটি বকুলতলায় সোমবার একটি সদ্যোজাতর দেহ উদ্ধার হয়। একই জায়গা থেকে প্রায় ১৪মাস আগে একটি সদ্যোজাত কন্যার দেহ উদ্ধার হয়েছিল। বছর খানেকের ব্যবধানে একই জায়গায় দুটি সদ্যোজাতের দেহ উদ্ধারে তদন্তে নামে পুলিশ। সোমবার রাতে বকুলতলা এলাকায় অর্চনা মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে জেরা করে পুলিশ জানতে পারে, ১৪মাস আগের উদ্ধার হওয়া মৃত শিশুটি অর্চনার। এদিনের শিশুপুত্রও তাঁর নিজের। অর্চনা জানান, তাঁর ৩টি কন্যাসন্তান রয়েছে। আর মেয়ে চাননি তিনি। ১৪মাস আগে বাড়িতেই একটি কন্যাসন্তান প্রসব করেন অর্চনা। সেদিনই তিনি চতুর্থ কন্যাকে রাস্তায় ফেলে দেন। গত রবিবার বাড়িতেই একটি সন্তানের জন্ম দেন ওই বধূ। কিন্তু রাতের অন্ধকারে পুত্রসন্তানকে কন্যা ভেবে ঝোপে ফেলে দেন তিনি। ঘটনার পর থেকে পলাতক অর্চনার স্বামী শিবু মণ্ডল। ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।





























































































































