হুগলির হরিপাল। বছর নির্দিষ্ট সময়ে ওই জায়গার চেহারাটাই যায় পালটে। পরিযায়ী পাখির কলরবে ঘুম ভাঙে এলাকাবাসীর। জানান দেয় শীত আসছে। এই পরিযায়ী পাখিদের দেখতে ভিড় জমান উৎসাহী জনতা।
হুগলির হরিপালের কৈকালা গ্রাম পঞ্চায়েতের বলদবাঁধ গ্রামে রয়েছে আটটি বড় জলাশয়। মাছ চাষ হয় সেখানে। শীতের মরশুমে সাইবেরিয়ান বার্ড আসে। এই অতিথিদের রক্ষা করতে সতর্ক তাঁরা। শীতের সময় এলাকায় ডিজে বা বক্স বাজিয়ে পিকনিক করা নিষিদ্ধ। সর্বদাই কড়া নজরদারি চোরা শিকারিদের দিকেও। পাখি হোক মানুষ- অতিথিকে দেবজ্ঞানে পুজো করাই ভারতীয় পরম্পরা, তা মানেন হরিপালবাসী। তবে বুলবুলের দাপট ও উষ্ণায়নের প্রভাবে এ বছর পাখি আসা কমেছে বলে দাবি গ্রামবাসীর।
আরও পড়ুন-মাদকের রমরমা কারবার মালদহে





























































































































