শতবর্ষে চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল !
আগামী বছরের জুলাই মাসে এক নম্বর দল নিয়ে এশিয়া সফর করবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলবে বাংলাদেশ, চিন এবং ভারতে। বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে একটি মেগা-আন্তর্জাতিক ম্যাচ হবে। সেই ম্যাচই খেলবে ম্যান ইউ।
আর তার পরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পা রাখবে কলকাতায়।
শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসাবে ইস্টবেঙ্গল খেলবে ম্যান ইউ-র সঙ্গে। ইস্টবেঙ্গল সূত্রেই জানা গিয়েছে এই খবর।






























































































































