আজ রাতেই বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বিজেপি

0
4

মহারাষ্ট্র বিধানসভার বৃহত্তম দল বিজেপি। তাদের বিধায়ক সংখ্যা ১০৫। মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরই প্রত্যেক বিধায়ককে জরুরি ভিত্তিতে দলের তরফে বার্তা পাঠানো হয়েছে। আজ রাত নটায় দলের বৈঠকে সব বিধায়ককে হাজির থাকতে বলা হয়েছে। আগামীকালের রণকৌশল নিয়ে সেখানে আলোচনা হবে।

আরও পড়ুন-সংখ্যা জোগাড় না হলে আগামীকাল কি ইয়েদুরাপ্পার পথেই হাঁটবেন ফড়নবিশ?