দেশ BREAKING: মহারাষ্ট্রে সুপ্রিম রায়: কালই আস্থা ভোট By EBBS Desk - November 26, 2019 0 3 FacebookTwitterPinterestWhatsApp সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ: প্রোটেম স্পিকার নিযুক্ত হবেন। কাল বুধবার বিকেল পাঁচটার মধ্যে শপথ হবে বিধায়কদের। তারপর প্রোটেম স্পিকারই আস্থা ভোট হবে। কোনো গোপন ব্যালট হবে না। সরাসরি সম্প্রচার হবে।