ভাইপোর কান্ডকারখানায় প্রথমে হতচকিত হলেও শেষ পর্যন্ত বিজেপিকে পর্যুদস্ত করেই ছেড়েছেন কাকা। চাপে পড়ে তিনদিনের উপমুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ভাইপো অজিত। শেষ হাসি হেসেছেন কাকা শরদ পাওয়ার। তবে ভাইপোর উপর ব্যাপক চটলেও অজিতকে এনসিপির বৃত্তে রেখেই বাগ মানানোর পরিকল্পনা নিয়েছেন বিচক্ষণ শরদ। কারণ তিনি জানেন, এনসিপির বাইরে গেলে অজিত পরে আরও মাথাব্যথার কারণ হতে পারেন। তাই মঙ্গলবার রাতেই অজিতের সঙ্গে দেখা করার বার্তা পাঠালেন শরদ পাওয়ার। ঘরে-বাইরে বিশ্বাসযোগ্যতা খুইয়ে রাতেই কাকার সঙ্গে দেখা করতে শরদের বাড়ি এলেন অজিত পাওয়ার। তাঁকে স্বাগত জানালেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। অনেকে এখন বলছেন এও কি পাওয়ারের সাজানো চিত্রনাট্য?































































































































