বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছেন সবে মাত্র এক মাস হয়েছে। তাতেই ক্রিকেট বিশ্বে এক ঐতিহাসিক পিঙ্ক টেস্টকে উপহার দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এবার ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একটি সুখবর নিয়ে এলেন মহারাজ। কলকাতার কাছেই ইডেন গার্ডেন্সের মতো তৈরি হবে আরও একটি ক্রিকেট স্টেডিয়াম। মঙ্গলবার নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
সোমবার নবান্নে যান সৌরভ। তারপর থেকেই রাজনৈতিক ও ক্রিকেটমহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে, কী কারণে তিনি ্সেখানে গিয়েছেন? ২৪ ঘণ্টার মধ্যেই নবান্ন সূত্রে এমন খবর প্রকাশ্যে এসেছে।
নবান্নের তরফে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হাওড়ার পদ্মপুকুরে তৈরি হবে এই ক্রিকেট স্টেডিয়াম। ৫০ একর জমিতে তৈরি হবে স্টেডিয়ামটি। বর্তমানে নগরোন্নয়ন দফতরের অধীনে রয়েছে এই জমি। স্টেডিয়ামের নকসা তৈরিতে প্রধান পরামর্শদাতার ভূমিকায় থাকবেন বিসিসিআই প্রেসিডেন্ট।
এই নিয়ে সোমবার সৌরভের সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একপ্রস্থ বৈঠকও হয়েছে। ইতিমধ্যে জমিটি ঘুরেও দেখেছেন সৌরভ। সুতরাং, পশ্চিমবঙ্গ একটি নয়া আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম পেতে চলেছে, তা বলাই যায়।






























































































































