বহিরাগত! দিলীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন খড়গপুরের তৃণমূল প্রার্থী

0
2

খড়গপুর সদর উপনির্বাচনে গতকাল রাত থেকেই শুরু হয়েছে অশান্তি। তৃণমূল-বিজেপি সংঘর্ষ বেশ কয়েকজন ভর্তি হাসপাতালে। তারই মধ্যে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ভোটদান পর্ব। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এই বিধানসভারই প্রাক্তন বিধায়ক। তাই এই আসনটি রক্ষা করা তাঁর কাছে প্রেস্টিজ ফাইট। ২৬ নম্বর ওয়ার্ডে খড়গপুর রেল কোয়ার্টারের তাঁর অফিস ও বাসভবন থেকেই ভোটের দিকে নজর রাখছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, তৃণমূল কোথাও অশান্তি পাকালে, তাঁরাও মোকাবিলা করতে তৈরি আছেন।

অন্যদিকে, দিলীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন পুরসভার চেয়ারম্যান তথা খড়গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। এদিন প্রদীপবাবু বলেন,
“দিলীপ ঘোষ বহিরাগত। তিনি এই কেন্দ্রের ভোটার নয়। ভোটের দিন কেন দিলীপ ঘোষ খড়্গপুরে রয়েছেন? আসলে দিলীপ ঘোষ অশান্তি পাকাবার জন্যই এখানে ঘাঁটি নিয়েছেন।”

এর পাশাপাশি তৃণমূল প্রার্থী আরও জানান, “সকাল থেকেই মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তিনি অভিভূত। বিধানসভার প্রতিটি বুথে বুথেই তিনি ঘুরবেন। খড়গপুর ইতিহাস তৈরি হবে। জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী।”