জনসংযোগ বাড়াতে মাঠে নেমে ধানও কাটলেন তৃণমূল বিধায়ক

0
1

জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিয়েছে দল৷ সেই নির্দেশের ঠেলায় মাঠের জলে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটলেন তৃণমূল বিধায়ক৷

দক্ষিণ ২৪ পরগণার বুলবুল বিধ্বস্ত এলাকায় গিয়ে কৃষকদের ধানের খোঁজখবর নেওয়ার পর ধান কাটলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। বিধায়কের এই কর্মকাণ্ড দেখে হতবাক সকলেই। তবে মাঠে নেমে ধান কাটতে পেরে খুশি বিধায়ক নিজে।

তৃতীয় পর্বের ‘দিদিকে বল’-তে রবিবার বিধায়ক শ্যামল মন্ডল তালদি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বয়ার সিং ও শিবনগর গ্রামে যান। সেখানে দেখেন বেশ কিছু কৃষক জলের মধ্যে নেমে আমন ধান কাটছেন। জলে নেমে
তাঁদের কাছে গিয়ে জানতে চান ধান কেমন হয়েছে। এর পরই কোমরে গামছা বেঁধে হাতে কাস্তে নিয়ে নেমে পড়েন জলভর্তি মাঠে। বিধায়ক বলেন, স্থানীয় মানুষের সমস্যা শুনতেই মাঠে নেমেছি। শুধু ধান
নয়, শীতের সবজি নিয়েও সমস্যা আছে৷ কৃষকদের বলেছি, কোনও সমস্যা থাকলে স্থানীয় বিডিও এবং কৃষি দফতরকে জানাতে৷

আরও পড়ুন-জয়প্রকাশকে কিল-চড়-লাথি, রিপোর্ট তলব কমিশনের