রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান আরএসপি নেতা ক্ষিতি গোস্বামীর প্রয়াণে সোমবার সমস্ত রাজ্য সরকারি দফতরে অর্ধদিবস ছুটি দেয় সরকার। সোমবার বিকেল ৩টে নাগাদ ছুটি হয়ে যায় সমস্ত রাজ্য সরকারি দফতর। এদিন নবান্ন থেকে এক নির্দেশিকায় ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা হয়।
রবিবার ভোরে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাম জমানার এই মন্ত্রী। নীতি বা আদর্শগত ভাবে আরএসপির নেতা হলেও প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তির সঙ্গে সব দলেরই সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বাংলার রাজনৈতিক মহলে।





























































































































