পেঁয়াজ কিনতেই আমজনতার ‘চোখে জল’

0
2

কাটতে নয়, এবার পেঁয়াজ কিনতেই চোখে জল আমজনতার। ইডেনের গোলাপি টেস্ট নিয়ে যখন মাতোয়ারা বাংলা তথা দেশে, তখনই গোলাপি সবজি কিনতে নাজেহাল ক্রেতারা। কারণ, ইডেনে বিরাটের সেঞ্চুরির পাশাপাশি কলকাতার বাজারেও সেঞ্চুরি করে ফেলেছে পেঁয়াজ। সোমবার পেঁয়াজ বিকিয়েছে ১০০টাকায়। দাম আরও বাড়তে পারে বলে মত বিক্রেতাদের।

এদিন, কোলে মার্কেটের পেঁয়াজপট্টিতে ৫০০ টাকা করে পাল্লা বিক্রি হয়েছে। খুচরো বাজারে বিকিয়েছে ১০০ টাকা কিলো দরে।

কিন্তু এই পরিস্থিতির কারণ কী? বিক্রেতারা জানাচ্ছেন, এই মরসুমের এটাই পেঁয়াজের শেষ স্টক। রাজ্যে পেঁয়াজের মোট চাহিদা সাড়ে ৯ লক্ষ মেট্রিক টন। ফলন হয়েছে সাড়ে ৬ লক্ষ মেট্রিক টন। বাকিটা মেটায় নাসিক। কিন্তু এবার, সেখানের বন্যায় কমপক্ষে সাড়ে ১৮ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ নষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই চাহিদা বেশি আর জোগান কম থাকায় দাম উর্ধ্বমুখী। রাজস্থান ও কর্নাটক থেকে ৩ লক্ষ মেট্রিক টনের মতো পেঁয়াজ আমদানি করা হবে। তার আগে দাম কমবে না বলেই মনে করছেন সকলে।