সিপিএমের মহিলা সংগঠন ‘গণতান্ত্রিক মহিলা সমিতি’র শীর্ষ দুই পদে কোনও পরিবর্তন হল না। তবে রাজ্য কমিটিতে 30 নতুন মুখ আনা হয়েছে৷
গণতান্ত্রিক মহিলা সমিতির 28তম রাজ্য সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক পদে কনীনিকা বসুঘোষ এবং
সভানেত্রী পদে সেই অঞ্জু করই পুনর্নির্বাচিত হয়েছেন। জনজাতি নেত্রী দেবলীনা হেমব্রম সংগঠনের কার্যকরী সভানেত্রী হলেন। কলকাতা কোটায় রূপা বাগচী সহ-সভানেত্রী। মোট 113 জনের রাজ্য কমিটি হয়েছে সম্মেলনে, পরে আরও 4 জনকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। হাওড়ার বালিতে আয়োজিত এই রাজ্য সম্মেলন উপলক্ষে আগত প্রতিনিধিদের অধিকাংশই এ বার ছিলেন এলাকার বাম কর্মী-সমর্থকদের বাড়িতে।.





























































































































