রাজ্য মন্ত্রিসভায় নয়া দফতর তৈরি হল। দফতরটির নাম রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং শিল্প পুনর্গঠন। নয়া দফতরের দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্যপাল মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে স্বাক্ষরও করেছেন। অমিত মিত্রর দায়িত্বে রয়েছে অর্থ, শিল্প, বাণিজ্য, শিল্পোদ্যোগ, ক্ষুদ্র, অতিক্ষুদ্র, মধ্যবর্গীয় উদ্যোগ, হোসিয়ারি, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স। তার সঙ্গে নয়া দফতরটি যুক্ত হল।





























































































































