জগদ্দলে “দিদিকে বলো”-তে বোমা, জখম যুবনেতা

0
3

দলীয় নির্দেশ মেনে “দিদিকে বলো” পালন করছিলেন তৃণমূল যুবনেতা সম্রাট তপাদার। জগদ্দলে কর্মসূচি ছিল বড়। শেষে এক ছাত্রনেতার বাড়ি রাত্রিবাস। সম্রাট সেখানে যাওয়ার পথেই তাঁকে লক্ষ্য করে বোমা মারা হয়। ছুটতে গিয়ে পড়ে জখম হন তিনি। পরে তিনি বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের নির্দেশে হামলা হয়েছে বলে এফ আই আর করেন। এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন-জনসংযোগ বাড়াতে মাঠে নেমে ধানও কাটলেন তৃণমূল বিধায়ক