পুলিশ সেজে তোলাবাজির অভিযোগ, জালে তৃণমূলের নেতা

0
4

পুলিসের নামে তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বরুণ মাজি ও তাঁর সঙ্গী সুশান্ত দাস। রবিবার রাতে, তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত বরুণ রাজ্য তৃনমূল যুব সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের ঘনিষ্ট বলে খবর। পুলিশ সূত্রে খবর, পুলিসের ভুয়ো পরিচয় দিয়ে বহরমপুরির বিভিন্ন জায়গায় তোলা আদায় করতেন বরুণ মাজি। তাঁকে সঙ্গত দিতেন সুশান্ত। বিশেষ করে হাইওয়ের ট্রাক, লরি ছিল তাঁদের টার্গেট। বেশ কিছু অভিযোগ জমা পড়ায় রবিবার, ফাঁদ পেতে দুজনকেই গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। যদিও তাঁকে ফাঁসানো হয়েছে দাবি ধৃত তৃণমূল নেতার।